ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হলে প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র ও হলফনামা পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ প্রার্থীর যোগ্যতা ও সংশ্লিষ্ট আইনগত দিক বিবেচনা করে হামিদুর রহমান হামিদের প্রার্থিতা গ্রহণ করেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় হামিদুর রহমান হামিদ জানান, মহান আল্লাহর অশেষ রহমতে তার মনোনয়নপত্র বৈধ হয়েছে—এ জন্য তিনি সৃষ্টিকর্তার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছেন। একই সঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে যেসব সহযোদ্ধা, সহকর্মী, ঢাকা-৭ আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী পাশে ছিলেন—আগামীতেও তাদের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলতে চান তিনি।
এদিকে শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা চালানো এবং যত্রতত্র পোস্টার বা ব্যানার না লাগানোর বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সাধারণ ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

0 মন্তব্যসমূহ