ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব এবার আইপিএল ক্রিকেটেও স্পষ্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বিতর্ক আরও তীব্র হয়েছে। এ ইস্যুতে মুখ খুলে নতুন আলোচনা উসকে দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
গত মাসে অনুষ্ঠিত আইপিএল মিনি নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এটি ছিল আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দল পাওয়ার রেকর্ড। তবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তোলে। এরই ধারাবাহিকতায় বিসিসিআই কেকেআরকে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়।
এ বিষয়ে আকাশ চোপড়া বলেন, ভারত–বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণেই মুস্তাফিজ ভুক্তভোগী হয়েছেন। উদাহরণ হিসেবে তিনি পাকিস্তানি ক্রিকেটারদের কথা উল্লেখ করেন, যাদের রাজনৈতিক বৈরিতার কারণে আইপিএলের দ্বিতীয় আসর থেকেই নিষিদ্ধ করে রাখা হয়েছে।
বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আকাশ চোপড়া বলেন, “বাংলাদেশে যা ঘটছে, তা বিবেচনায় রেখে বিসিসিআইকে এই সিদ্ধান্ত নিতেই হতো। আমার মতে, বিসিসিআই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটা কলকাতা নাইট রাইডার্সের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও চলমান পরিস্থিতির প্রতিফলন।”
তিনি আরও বলেন, মুস্তাফিজের ব্যক্তিগত কোনো দোষ না থাকলেও পাকিস্তানি খেলোয়াড়দের মতোই তিনি ‘পার্শ্বক্ষতির’ শিকার হয়েছেন। আকাশের ভাষায়, “মানুষ অনেক সময় তাদের দেশের কর্মকাণ্ডের মাশুল দেয়—এটাই বাস্তবতা।”
0 মন্তব্যসমূহ