বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার বিষয়ে যা জানা গেল





আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের আসন্ন আসরকে সামনে রেখে গতকাল শুক্রবার ছিল স্কোয়াড জমা দেয়ার শেষ দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেটি আইসিসিতে পাঠিয়েও দিয়েছে। তবে তা এখনও প্রকাশ করা হয়নি এখনও। 




ফলে ১৫ জনের স্কোয়াডে কে আছে কে নেই, সেসব নিয়ে নানা আলোচনা ও জল্পনাও ক্রমে বাড়ছে। এমন কৌতূহল ও আগ্রহ স্বাভাবিকই, বিশ্বকাপ স্কোয়াড বলে কথা! বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলছেন, দ্রুতই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন তারা।


এদিকে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, জিম্বাবুয়েসহ বেশ কয়েকটি দেশ এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের দল ঘোষণা করে দিয়েছে। দল ঘোষণা করে দিলেও আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। 


মূলত লজিস্টিকস ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নেয়ার জন্যই এখন স্কোয়াডের নাম জমা দেয়ার এই বাধ্যবাধকতা করেছে আইসিসি। আর ৩১ জানুয়ারির পর দলে পরিবর্তন আনা যাবে কেবল চোটাঘাতের প্রেক্ষিতে এবং সেটিও টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে। 



জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানালেন, দলে পরিবর্তনের সম্ভাবনা সামান্য। একটি অনলাইন গণমাধ্যমকে তিনি বলেন, 'গত ৬-৮ মাস যে স্কোয়াড আমরা খেলিয়েছি, মূলত সেখান থেকেই বিশ্বকাপ দল গড়া হয়েছে। পরিবর্তনের সম্ভাবনা খুব একটা দেখছি না। তবে বিপিএল যেহেতু চলছে, আমরা অবশ্যই চোখ রাখব যদি কেউ অসাধারণ পারফরম্যান্স করে।'


জানা গেছে, চলমান বিপিএলের মধ্যে জাতীয় দলের দুই নির্বাচক সিলেটে গিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের সঙ্গে আলোচনা করে দল বাছাই করেছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাতে অনুমোদনও দিয়েছেন। এখন স্রেফ সেটি প্রকাশ্য করাই বাকি।


প্রধান নির্বাচক অবশ্য বললেন, স্কোয়াড প্রকাশ করার ব্যাপারে তার কিছু জানা নেই। তিনি বলেন, 'আমাদের কাজ আমরা করেছি। দল জমা দিয়েছি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা কখন ঘোষণা করবে, কীভাবে করবে এটা তো বোর্ডেরই ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই।'


মূলত, দল ঘোষণা করার দায়িত্ব বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের। আইসিসিতে জমা দেয়া দলটি এখন লুকিয়ে রেখে বিপিএলের পর একবারে দল ঘোষণা করা হতে পারে, এমন গুঞ্জনও টুকটাক আছে। তবে সেটি উড়িয়ে দিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।


তিনি বলেন, 'শিগগিরই দল জানিয়ে দেব আমরা। এখন দলটাকে লুকিয়ে রেখে পরে ঘোষণা করার ভাবনা আমাদের নেই। সংবাদ সম্মেলন করেই দল ঘোষণার পরিকল্পনা আছে।'

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ